Header AD

তৎকাল বুকিং-এ নতুন নিয়ম! রিজার্ভেশন কাউন্টারে ওটিপি দিয়ে কাটতে হবে টিকিট

রেল যাত্রীদের জন্য সুখবর! এখন থেকে আরও সহজ হতে চলেছে তৎকাল টিকিট কাটার পদ্ধতি। রিজার্ভেশন কাউন্টারে ওটিপি-র সাহায্যে কাটা যাবে তৎকাল টিকিট। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই চালু হতে চলেছে এই ব্যবস্থা বলে জানিয়েছে রেল। আগামী কয়েক দিনের মধ্যে প্রায় সব স্টেশনে চালু হয়ে যাবে এই ব্যবস্থা। তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে কালোবাজারি রুখতেই রেলের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সরকারি বিবৃতি অনুযায়ী, আগামী দিনে সব ট্রেনেই রিজার্ভেশন কাউন্টারে ওটিপি ব্যবহার করে টিকিট কাটার ব্যবস্থা চালু হবে। যাত্রীদের একটি মোবাইল নম্বর দিতে হবে তৎকাল টিকিট বুক করার সময়। সেই মোবাইল নম্বরে পাঠানো ওটিপি যাচাই করার পর পাওয়া যাবে টিকিট।

রেল মন্ত্রক সূত্রে খবর, শেষ মুহূর্তে টিকিট বুকিং এর ক্ষেত্রে  সিস্টেমের অপব্যবহার বন্ধ করাই মূল উদ্দেশ্য। নতুন এই ব্যবস্থায় এজেন্টদের পরিবর্তে যাত্রীরা অগ্রাধিকার পাবেন। বুকিং প্রক্রিয়াও আরও সহজ হবে। জুলাই মাসে, রেল মন্ত্রকের তরফে অনলাইনে তৎকাল বুকিংয়ের জন্য আধার ব্যবহার করে ওটিপি যাচাই করা বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি  টিকিট বুকিংয়ের সময় যাত্রীদের দেওয়া মোবাইল নম্বর সক্রিয় রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

১৭ নভেম্বর রেলমন্ত্রক ওটিপি ব্যবহার করে তৎকাল টিকিট কাটার ব্যবস্থা শুরু করে। পাইলট প্রকল্পে কিছু সংখ্যক ট্রেনের ক্ষেত্রে চালু  হয় এই ব্যবস্থা। তবে খুব দ্রুত এই প্রকল্পে ইতিবাচক সাড়া পেয়ে ৫২টি ট্রেনের ক্ষেত্রে কার্যকর করা হয় এই নতুন ব্যবস্থা।