Header AD

জিএসটি-র নতুন কাঠামো, নতুন সূর্যোদয়, বললেন প্রধানমন্ত্রী; ক্রেডিট রাজ্যের, লোকসানের হিসাব পেশ করে পাল্টা মুখ্যমন্ত্রী

সোমবার থেকে পণ্য ও পরিষেবা কর (জিএসটি)-এর নতুন কাঠামো কার্যকর হচ্ছে। তার আগে রবিবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণে জিএসটির নতুন কাঠামোর সুফল বোঝানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, সময়ের দাবি মেনে, সব পক্ষের মতামত শুনে, নতুন প্রজন্মের জন্য নতুন জিএসটি কাঠামো উপহার দেওয়া হচ্ছে। আর প্রধানমন্ত্রীর ভাষণের অব্যাবহিত পরেই কলকাতার ৯৫ পল্লির পুজো উদ্বোধন করতে গিয়ে জিএসটি সঙ্ক্রান্ত ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। জিএসটি সংশোধনীর জেরে যে রাজ্যের ২০ হাজার কোটি টাকা লোকসান হয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণের পরই স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য থেকে যে জিএসটি (GST) কেন্দ্রের সরকার তুলে নিয়ে গিয়েছে, তার জন্য কোনও রকম ক্ষতিপূরণ না দিয়েই তুলে নেওয়া হয়েছে জিএসটি। দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন বিদেশি পণ্য জুড়ে গিয়েছে। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমাদের ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কিনতে হবে। প্রতিটি বাড়িকে স্বদেশি পণ্যের প্রতীক বানাতে হবে, প্রতিটি দোকানকে স্বদেশি পণ্যে সাজাতে হবে।” জিএসটি সংশোধনীর বার্তা দেওয়ার পাশাপাশি প্রতিটি রাজ্যে স্বদেশি পণ্যের উৎপাদনের গতি আরও বৃদ্ধি করার জন্যও রাজ্য সরকারগুলিকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিনিয়োগের জন্য পরিবেশ তৈরি করারও পরামর্শ দেন তিনি। মোদি বলেন, “কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে এগোলে, তবেই আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে।” স্বদেশি পণ্যের ব্যবহার আরও বৃদ্ধি করার জন্য আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশের স্বাধীনতা আন্দোলন যেমন স্বদেশি মন্ত্রে শক্তি পেয়েছে, তেমনই দেশের উন্নতিতেও স্বদেশি মন্ত্রই শক্তি জোগাবে।” জাতির উদ্দেশে ভাষণে মোদি আরও বলেন, দেশকে আত্মনির্ভর করার দিকে সোমবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে। আগামিকাল থেকে দেশবাসীর সাশ্রয় শুরু হবে। এর ফলে দেশবাসীর সঞ্চয় বৃদ্ধি পাবে এবং অনেক পণ্য সস্তা হয়ে যাবে। এর ফলে দেশবাসী নিজেদের পছন্দ মতো জিনিস সহজেই কিনতে পারবেন। জিএসটির এই ‘সাশ্রয় উৎসব’ দেশের সর্বস্তরের মানুষকে সুবিধা দেবে বলে জানান মোদী।প্রধানমন্ত্রী জানান, সময়ের দাবি মেনে, সব পক্ষের মতামত শুনে, নতুন প্রজন্মের জন্য নতুন জিএসটি কাঠামো উপহার দেওয়া হচ্ছে নবরাত্রিতে। এ প্রসঙ্গে খাদ্যপণ্য, ওষুধ, সাবান, জীবনবিমা, স্বাস্থ্যবিমা-সহ অন্য বেশ কিছু পণ্য ও পরিষেবার কথা উল্লেখ করেন মোদি। তিনি জানান, এগুলির মধ্যে অনেকগুলিই সম্পূর্ণ করমুক্ত হয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে কর কমিয়ে পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে। তবে রাজ্যের কোষাগারে ক্ষতি হলেও মানুষের সুরাহা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।