“বাংলা ভারতের সাংস্কৃতিক রাজধানী। আপনারা যদি টলিউডের সঙ্গে জোট বেঁধে কাজ করেন আমি কথা দিতে পারি, টলিউড বিশ্বের সেরা সিনেমা উপহার দিতে পারবে। আমরা চাই বাংলা সিনেমা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক।” কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ থেকে এভাবেই বিদেশি সিনে নির্মাতাদের বাংলায় এসে কাজের আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি, আগামি দিনে সুনিশ্চিত কোনও লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে তাঁরা উৎসবে যোগ দেবেন এই আশা প্রকাশ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রবীন্দ্র সদনের সমাপ্তি অনুষ্ঠান এদিন কার্যত বিশ্ব সিনেমার মিলন উৎসবে পরিণত হয়েছিল। সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ থেকে উৎসবের সেরা ছবি এবং নির্মাতাদের সম্মানিত করা হল।
বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে সারপ্রাইজ ভিজিট দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরস্কার প্রদানের মঞ্চ থেকে বিদেশি অতিথিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় পরিকাঠামো আছে। প্রতিভাও আছে। লোকেশন হিসেবে জঙ্গল-জলাশয় থেকে বঙ্গোপসাগর রয়েছে। পাহাড়ি এলাকাও পাবেন। আপনারা বাংলার পরিচালক, শিল্পীদের সঙ্গে কাজ করুন”। এর সঙ্গে তিনি যোগ করেন “কিফ উৎসব জনগণের উৎসব। ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরও বড় আকারে হবে।” কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিশ্বের সিনেমা নির্মাতাদের কাছে বাংলার দার উন্মুক্ত করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বরাবর বাংলা সিনে ইন্ডাস্ট্রির পৃষ্ঠপোষকতা করেছেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক মেলবন্ধনের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এবার ৩১তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের অন্তিম লগ্নেও বিশ্বসিনেমার মানচিত্রে টলিউডের উজ্জ্বল মাইলফলক গড়ার জন্য বিদেশি পরিচালকদের বাংলায় এসে কাজ করার আহ্বান জানালেন। ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আমাদের অতিথি বটে, তবে আমরা আপনাদের নিজের পরিবারের সদস্য বলেই মনে করি। আমরা ভাইবোন। আর এই গোটা বিশ্ব একটাই পরিবার। হয়তো আমরা ভিন্ন দেশের মানুষ। তবে বাংলা ‘বিবিধের মাঝে মিলন মহান’ মন্ত্রে বিশ্বাসী। আমরা পারস্পারিক বোঝাপড়ায় বিশ্বাসী। বাংলার মানুষ যেমন ভালোবাসতে জানে, তেমনই আতিথেয়তাও জানে”।
এদিন সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে সম্মানিত করা হল উৎসবের সেরা ছবি এবং পরিচালকদের। ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জীবন কৃতি সম্মান প্রদান করা হল পরিচালক গৌতম ঘোষকে। হীরালাল সেন পুরস্কার পেলেন পরিচালক প্রদীপ কুরবা এবং এই বিভাগে সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে ‘শেপ অফ মোমো’। গোল্ডেন রয়েল বেঙ্গল বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেলেন শ্রীলঙ্কার পরিচালক ললিত রথনায়েক। তাঁর পুরস্কার মূল্য ২১ লক্ষ টাকা। এই বিভাগে সেরা ছবির শিরোপা পেল কিউবার ছবি ‘দা ওয়েস্ট ইন জাপাটা’। এই পুরস্কারের আর্থিক মূল্য ৫১ লক্ষ টাকা। এবছর বেঙ্গলি প্যানোরামা বিভাগে সেরা ছবি নির্বাচিত হয়েছে ইন্দ্রাশিস রায়ের ‘পড়শী’। সেরা তথ্যচিত্র বিভাগে সম্মানিত হয়েছে বাংলা ছবি ‘জিলিপিবালার বন্ধুরা’। এশিয়ান সিলেক্ট নেটপ্যাক বিভাগে সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘ভিক্টোরিয়া’।





