কোনও অন্তর্বর্তী নির্বাচনের প্রয়োজন নেই। মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ফেডারেশনের দায়িত্বে থাকবে বর্তমান কমিটিই। এর আগে অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছিল, যতদিন না মামলার চূড়ান্ত রায়দান হচ্ছে ততদিন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর বর্তমান কমিটি কোনও সিদ্ধান্ত নেবে না। তবে শুক্রবার চূড়ান্ত রায়ে জানিয়ে দেওয়া হল, কল্যাণ চৌবের (Kalyan Chowbey) নেতৃত্বে বর্তমান কার্যকরী কমিটিই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ফেডারেশনের কাজকর্ম সামলাবে। শীর্ষ আদালতের এই রায়ে সাময়িক ভারতীয় ফুটবলের (Indian Fottball) অচলাবস্থা কাটল। শুক্রবারের রায়ের ফলে ফেডারেশনের উপর থেকে ফিফার নির্বাসনের খাঁড়া আপাতত উঠে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ফেডারেশনের সংবিধান নিয়ে মামলা চলছে ২০১৭ সাল থেকে । সংবিধান নিয়ে শীর্ষ আদালতের বিচারপতি নরসিমা এবং এ এস চন্দুরকরের বক্তব্য, যত দ্রুত সম্ভব কার্যকরী কমিটির বৈঠক ডেকে সংবিধান কার্যকর করতে হবে। সম্ভব হলে চার সপ্তাহের মধ্যে। এই রায়ের অর্থ, ফেডারেশনের বর্তমান কমিটিই এবার থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবে। যার ফলে নতুন কোনও সংস্থার সঙ্গে চুক্তি করতে আর বাঁধা রইল না এআইএফএফের। তাছাড়া ফেডারেশনের নতুন সংবিধান অক্টোবরের মধ্যে গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে ফিফা। সেই নির্দেশ না মানলে ফের সাসপেন্ড করা হতে পারে ফেডারেশনকে।





