Header AD

বাদ নয়, ‘তুমি অমর’! ভোটার তালিকায় প্রয়াত জুবিনের নাম রেখে লিখলেন BLO

দেশ জুড়ে চলা SIR প্রক্রিয়ায় মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়াই দস্তুর। কিন্তু প্রয়াত গায়ক জুবিন গর্গের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হল না। অসমের মানুষের হৃদয় এখনও বিরাজ করছেন জুবিন গর্গ। ভোটার তালিকার সংশোধনের কাজ করতে গিয়ে মৃত জুবিনের নাম কাটতে পারলেন না কর্তব্যরত বিএলও। তোফিজুদ্দিন আহমেদ নামে ওই বুথ স্তরের আধিকারিকের বক্তব্য, ‘‘উনি তো অমর!’’

সাধারণত কোনও ভোটারের মৃত্যু হলে সংশোধিত ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়াই নিয়ম। কিন্তু এক্ষেত্রে এটি সাধারণ কোনও ব্যক্তির নাম নয়, নামটা জুবিন গর্গ, সেখানে নিয়মটা না মানলেও হয় বলে অনুরাগীদের দাবি। তাই প্রিয় জুবিন দা-কে ভুলতে চাইছেন না কেউই। জুবিন ও তাঁর পরিবার যে এলাকায় ভোট দেয়, সেই এলাকার বিএলও হলেন মহম্মদ তাফিজ উদ্দিন। তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, ”অসমবাসীর মনে জুবিন গর্গ শুধু এক শিল্পী নন, তিনি আমাদের প্রাণ, আমাদের গলার স্বর। তাঁকে মৃত হিসেবে চিহ্নিত করতে মন সায় দিচ্ছিল না। তালিকা যাচাই করতে গিয়ে আবেগ সামলানো কঠিন হয়ে পড়েছিল।” ভোটার তালিকায় গায়কের ছবির পাশে তিনি লিখে দেন ”তুমি অমর হয়ে থাক এবং শান্তিতে ঘুমাও।”

প্রসঙ্গত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান জ়ুবিন গর্গ। তাঁর মৃত্যুরহস্যের তদন্ত করছে অসম পুলিশ। গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েক জন। শিল্পীর মৃত্যুর পর প্রায় আড়াই মাস কেটে গিয়েছে। কিন্তু তবুও তাঁকে নিয়ে আবেগ কিঞ্চিৎ কমেনি। তাঁর প্রতি অসমের ভালবাসা এবং শ্রদ্ধা এখনও একই রয়েছে।