৩ সেপ্টেম্বর বাঙালির ম্যাটিনি আইডল মহানায়ক উত্তমকুমারের ৯৯ তম জন্মবার্ষিকী। মহানায়কের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানায়ক মানেই আজও বাংলার সিনেপ্রেমীদের ভুবনভোলানো হাসি, রোমান্টিক চাহনি, প্রেম, ধুতি-পাঞ্জাবিতে আইকনিক ম্যানারিজম। যিনি অনায়াসে ‘হারানো সুর’ শোনাতে পারেন, যাঁর ‘সপ্তপদী’ যাত্রার সাক্ষী থাকতে পেরে এককথায় ধন্য আপামর বাঙালি সিনেপ্রেমী। এত বছর পরেও এতটুকু মরচে ধরেনি মহানায়কের জনপ্রিয়তার মুকুটে।এদিন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘চিরকালের মহানায়ক, বাংলা চলচ্চিত্র জগতের ধ্রুবতারা, উত্তম কুমারের জন্মদিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য।’ মহানায়কের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।বুধবার সকাল ১১টায় টালিগঞ্জে উত্তমকুমারের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মহানায়কের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান শুরু করল ফেডারেশন। এদিন বিকেল ৫টা থেকে রবীন্দ্র সদনে উত্তম কুমারকে গানে গানে শ্রদ্ধা জানাবেন ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতি হোম চৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচী-সহ বাংলা সঙ্গীত জগতের তারকারা।




