Header AD

‘জাপানের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সুপ্রাচীন’, ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের ‘সাম্মানিক ডি.লিট.’ পেয়ে বললেন মুখ্যমন্ত্রী

‘জাপানের(Japan) সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সুপ্রাচীন। গত ৭ বছর ধরে জাপান আমাদের বেঙ্গল বিজনেস সামিটের (Bengal Business Summit) পার্টনার। সিলিকন ভ্যালিতে তারা বিনিয়োগ করেছে। ওয়েবেলেও তাদের বিনিয়োগ রয়েছে। শান্তিনিকেতনের সঙ্গে কোলাবোরেশন রয়েছে জাপানের। আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের নামি বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে কাজ করছে। যা আমাদের শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করছে।’ বুধবার ধনধান্য অডিটোরিয়ামে জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) সাম্মানিক ডি. লিট গ্রহণ করে এভাবেই জাপানের সঙ্গে বাংলা তথা ভারতের সুসম্পর্কের বিষয়টি নিজের বক্তব্যে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রসঙ্গত, ইতিপূর্বে কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta), সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ও ভুবনেশ্বরের KIIT থেকে সাম্মানিক ডি’লিট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সেই তালিকায় যোগ হল বিদেশী বিশ্ববিদ্যালয়ের নাম।

উল্লেখ্য, ১৮৭০ সালে প্রতিষ্ঠিত হয় জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ১৫০ বছরের শিক্ষাদানের ঐতিহ্য রয়েছে এই ন্যাশনাল ইউনিভার্সিটির। রাজ্যের নিবেদতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করে এই বিশ্ববিদ্যালয়টি।সেই বিশ্ববিদ্যালয়ের তরফে বাংলার মুখ্যমন্ত্রীকে ডি লিট প্রদান নিঃসন্দেহে রাজ্যের মুকুটে গর্বের পালক। ডি লিট প্রদান মঞ্চে ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের প্রধান মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি, বলেন, “একজন প্রশাসনিক প্রধান হিসাবে নারীর ক্ষমতায়নে তাঁর বিশেষ অবদান রয়েছে। শুধু তাই নয় মানবতার লক্ষ্যে তাঁর কাজ, উন্নয়নমূলক কাজ, তাঁর নেতৃত্ব আমাদের মুগ্ধ করেছে। আমরা গর্বিত তাঁকে সম্মানিত করতে পেরে।” তবে হাজার সম্মানপ্রাপ্তির পরেও মুখ্যমন্ত্রী যে একেবারে ‘ঘরের মেয়ে’র মতো জীবন কাটাতে চান, তা-ও এদিন স্পষ্ট করে দেন তিনি। আগামী বছর জাপান যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।