Header AD

আইনশৃঙ্খলা ভঙ্গের অপরাধে পুজোয় গ্রেফতার ৬ হাজারের বেশি

দুর্গাপুজোয় আনন্দ উচ্ছ্বাস উন্মাদনা থাকে একেবারে তুঙ্গে।তবে তার সঙ্গে আইনশৃঙ্খলায় যাতে কোনওভাবেই বিঘ্ন না ঘটে তার জন্য তৎপর ছিল কলকাতা পুলিশ। তবে এর মাঝেও আইনশৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে পুজোয় গ্রেফতার হয়েছে প্রায় ছয় হাজারেরও বেশি। পুজোয় ভিড়ের জন্য মন্ডপ থেকে রাস্তায় সর্বদা পুলিশ বাহিনী মোতায়ন করা ছিল। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সর্বদা সজাগ ছিল কলকাতা পুলিশের বিশেষ বাহিনী। কলকাতা পুলিশ সূত্রে খবর, ট্রাফিক আইন লঙ্ঘন ও অন্যান্য অভিযোগে চতুর্থী থেকে অষ্টমীর মধ্যে প্রায় ৬২৮৪ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ধরা হয়েছে প্রায় ৫০৫ জনকে। নারী হেনস্তা বা অসম্মানজনক ঘটনা যাতে না ঘটে, তার জন্য সর্বদা তৎপর ছিল মহিলা পুলিশ বাহিনী। ট্রিপল রাইডিং এর অভিযোগে আটক করা হয় প্রায় ১২৪০ জনকে। এছাড়াও চতুর্থী থেকে অষ্টমী পর্যন্ত বিনা হেলমেটে বাইক ও স্কুটি চালানোর অভিযোগে ৩২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে ও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে ৫৬৮ জনকে আটক করা হয়েছে। দশমী এবং তার পরের দিনও প্রতিমা নিরঞ্জন এর জন্য ঘাটে ঘাটে তৎপর পুলিশ বাহিনী। আইন রক্ষাকারীদের কুর্নিশ জানিয়েছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ।