Header AD

১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি “পরবাসী” প্রদর্শিত হবে ৩১ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে

১৯৬০ সালের অস্থির সামাজিক- রাজনৈতিক প্রেক্ষাপটকে পটভূমি করে নির্মিত হয়েছে নতুন বাংলা ছবি “পরবাসী”। ছবিটি পরিচালনা করেছেন মনেট রায় সাহা। ধর্মীয় নীপিড়নের শিকার হয়ে বাংলাদেশি শরণার্থীদের এদেশের আশ্রয় খোঁজা এবং তৎপরবর্তী পর্বে এদেশে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের ইতিহাসকে ছবিতে গল্পের মোড়কে রূপ দিয়েছেন পরিচালক। ছবিটি ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রতিযোগিতা মূলক বিভাগে মনোনীত হয়েছে। ৭ই নভেম্বর নন্দন, ৯ই নভেম্বর ষ্টার থিয়েটার (বিনোদিনী) ও ১০ই নভেম্বর মেট্রো সিনেমা হলে ছবিটি প্রদর্শীত হবে।

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন লোকনাথ দে, কিঞ্জল নন্দ, দেবপ্রতিম দাসগুপ্ত, স্বাতী মুখার্জী ও সবুজ বর্ধন।
“পরবাসী”–র গল্প শুরু হয় ১৯৬০-এর দশকের পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)-এ ধর্মীয় নিপীড়নের এক ভয়াবহ সময়ে। ছবির মুখ্য চরিত্র তাঁর পরিবারকে নিয়ে নিরাপত্তার সন্ধানে ভারতে পাড়ি দেন। যাত্রাপথেই কন্যাসহ গোটা পরিবারকে হারায় সে।উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরায় এসে তাঁরা আশ্রয় নেয় এক আদিবাসী গ্রামে।

এরই মাঝে, পূর্ব পাকিস্তান থেকে ক্রমাগত শরণার্থী আগমনে স্থানীয় আদিবাসীরা জনসংখ্যাগত পরিবর্তনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে। এদেশে আগত অভিবাসী ও আদিবাসীদের মধ্যে সংঘাত বাঁধে। আবারও এক নতুন অনিশ্চয়তার জন্ম হয়। এই ‘পরবাসী’ এবার উৎসবে প্রতিযোগিতা বিভাগে সফল হতে পারে কিনা সেদিকেই আমাদের নজর থাকবে।