মা হলেন পরিণীতি চোপড়া। রবিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এদিন সকালেই জানা যায়, হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। বেলা গড়াতেই সমাজ মাধ্যমে অনুরাগীদের সুখবর দেন অভিনেত্রী ও তাঁর স্বামী রাঘব চাড্ডা।স্যোশাল মিডিয়ায় একটি পোস্টে তারকা দম্পতি লিখেছেন, অবশেষে সে এসে গিয়েছে। আমাদের পুত্র সন্তান। এই মুহূর্তে আগের জীবনটা কেমন ছিল তা আমরা মনে করতে পারছি না। আমাদের কোল পূর্ণ হল। মন আরও পরিপূর্ণ হল। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাঘব চাড্ডার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিনীতি। রাজস্থানের উধমপুরে খুব জাঁকজমক করে হয়েছিল বিবাহ অনুষ্ঠান। চলতি বছরের আগস্ট মাসে সমাজ মাধ্যমে একটি কেকের ছবি পোস্ট করে নিজের সন্তান সম্ভবা হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। রবিবার তাঁর মা হওয়ার যাত্রাপথ সম্পূর্ণ হল। বিয়ের পর এখনও পর্যন্ত কোন সিনেমায় অভিনয় করেননি পরিণীতি। আম আদমি পার্টি সদস্য রাঘবের কর্মস্থল দিল্লিতে। শোনা যাচ্ছে আগামী দিনে পাকাপাকিভাবে দিল্লিতেই থাকতে চলেছেন পরিণীতি।




