খোদ পুলিশই আক্রান্ত! ইঁট, লাঠি নিয়ে স্থানীয় বাসিন্দাদের হামলা পুলিশের উপর। জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে মুর্শিদাবাদের কান্দি থানার আইসি-সহ ৩ পুলিশকর্মী আক্রান্ত হলেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। কান্দি থানার অন্তর্গত গোকর্ণ ১ গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় ১৩ জন বাসিন্দাকে আটক করা হয়েছে। এছাড়াও গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে গোকর্ণ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোসায়ডোব এলাকায় ৪ বিঘা চাষের জমির ধান দখল ও কাটা নিয়ে শুরু হয় অশান্তি। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্রমে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন থানায়। কান্দির মহকুমার পুলিশ আধিকারিক সাশ্রেক আম্বাদার এবং কান্দি থানার আইসি মৃণাল সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। সূত্রের খবর, পুলিশ ঘটনাস্থলে যাওয়া মাত্রই গ্রামবাসীদের মধ্যে অনেকেই লাঠি, ইট নিয়ে তাঁদের দিকে তেড়ে যায়।
পুলিশ সূত্রে খবর, আক্রমণকারীদের দিকে তাঁরা তেড়ে যেতেই পাল্টা আরেকদল তাঁদের উপর হামলা চালায়। এলোপাথারি ইট ছোড়া হয় পিছন থেকে। যার ফলে মাথা ফেটে যায় আইসির। এছাড়াও জখম হন আরও ২ পুলিশকর্মী। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।





