Header AD

আমেরিকান সেন্টারের সামনে সন্দেহভাজন ব্যক্তি! আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের   

এক ব্যক্তি ছবি তুলছিলেন আমেরিকান সেন্টারের সামনে  দাঁড়িয়ে । সন্দেহ হতেই সেখানকার নিরাপত্তাকর্মীরা তাঁর উপর কড়া নজর রাখেন। পাশাপাশি খবর দেওয়া হয় শেক্সপিয়র সরণি থানায়।  সোমবার সকাল নাগাদ সেই ব্যাক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কী কারণে, কোন উদ্দেশ্যে ছবি তুলছিলেন তিনি কেন ঘুরছিলেন ওখানে, তাই জানার চেষ্টা চালাচ্ছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। এছাড়াও ওই সন্দেহভাজন ব্যাক্তির সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাম না জানা ব্যক্তিকে সোমবার সকালে আমেরিকান সেন্টারের সামনে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। ছবি তুলছিলেন তিনি। তাঁর গতিবিধির উপর সন্দেহ হতেই, নিরাপত্তাকর্মীরা খবর দেন পুলিশে। ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে  আটক করে তারপর জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এছাড়াও, ওই ব্যক্তিকে কেউ আমেরিকান সেন্টারে পাঠিয়েছে কি না, বা কেউ তাঁর সঙ্গে জড়িত আছে কি না, তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয়টি।