মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক নীতির ফলে সমগ্র বিশ্ববাজারে আর্থিক অস্থিরতা অব্যাহত। এরই মধ্যে বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) রেপো রেট ( যে হারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুল্ক নিয়ে ট্রাম্পের ক্রমাগত হুমকির মধ্যে ভারতীয় বাজার বিশেষজ্ঞদের অনেকে মনে করেছিলেন, রেপো রেট কমানো হতে পারে। যদিও চলতি অর্থবর্ষের শুরুতেই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬% থেকে ৫.৫%-এ নামিয়েছিল আরবিআই। কিন্তু এবার সুদের হার অপরিবর্তিত থাকায় হোম লোন, গাড়ি লোন বা পার্সোনাল লোনের ইএমআই-তে আপাতত কোনও পরিবর্তন আসছে না। তবে দীর্ঘমেয়াদে সঞ্চয় ও বিনিয়োগে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে।
বুধবার চলতি অর্থবর্ষের তৃতীয় দ্বি-মাসিক আর্থিক নীতি ঘোষণা করতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, আপাতত রেপো রেট যা ছিল তাই থাকছে। এদিন চলতি অর্থবর্ষে দেশের মুদ্রাস্ফীতির হার এবং জিডিপি গ্রোথের পূর্বাভাসও দিয়েছেন সঞ্জয়। রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের জিডিপি পৌঁছবে ৬.৫ শতাংশে। গত ৪ আগস্ট থেকে মালহোত্রার নেতৃত্বাধীন ছয় সদস্যের আর্থিক নীতি কমিটির বৈঠক শুরু হয়। সেই আর্থিক নীতি কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাব আজ সকালে ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর।





