Header AD

ইডেনে জমকালো সংবর্ধনা রিচার! রাজ্য পুলিশের সান্মানিক ডিএসপি পদ, ‘বঙ্গভূষণ’ সম্মান প্রদান মুখ্যমন্ত্রীর

ইডেনে জমকালো সংবর্ধনা দেওয়া হল বাংলার একমাত্র বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে। রাজ্য সরকার এবং ক্রিকেট অ্যাসসিয়েশন অব বেঙ্গল (সিএবি) যৌথভাবে আয়োজন করেছিল এই সংবর্ধনা সভার। তাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা তথা ভারতের দুই ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করল রাজ্য সরকার।  সেই সঙ্গে ফাইনালে ৩৪ রান করার জন্য রিচা পেলেন ৩৪ লক্ষ টাকার চেক। এসবের পাশাপাশি রাজ্য পুলিশের ডিএসপি পদে নিয়োগ করা হল তাঁকে। সিএবির পক্ষ থেকে তাঁকে উপহার দেওয়া হল সোনার ব্যাট ও বল । এছাড়াও গুচ্ছ উপহার পেলেন বিশ্বজয়ী এই তারকা ক্রিকেটার ।

সিএবির তরফে রিচাকে প্রথমে উত্তরীয় তুলে দেওয়া হয়, তারপর ফুল-মিষ্টি। সোনার মেয়েকে শুভেচ্ছা জানাতে তাঁর হাতে তুলে দেওয়া হয় সোনার ব্যাট ও বল, যা তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে রিচাকে রাজ্যের অন্যতম সেরা নাগরিক সম্মান বঙ্গভূষণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সেই সঙ্গে উত্তরীয় ও সোনার চেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রিচার মতো প্রতিভা পেয়ে বাংলা গর্বিত। ওর বয়স অল্প। ওকে মানসিক চাপ দিও না। ভালোবাসা দিয়ে বাংলা ও বিশ্ব জয় করবে ও। লড়তে হবে, করতে হবে, খেলতে ও জিততে হবে।“ সৌরভ বলেন,  রিচারা যখন চ্যাম্পিয়ন হয়, তখন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এক কথায় রাজি হয়ে যান। রিচা ভারতীয় দলে যে রোল প্লে করে, সেটা খুবই কঠিন। কঠিন কাজটা ও সহজভাবে করে এসেছে। তোমার কেরিয়ার সবে শুরু। আরও অনেক খেলার সুযোগ পাবে। আমরা ভবিষ্যতে ওকে ভারত অধিনায়ক হিসেবে দেখতে চাই।“ আর ঝুলন বলেন, “ শিলিগুড়িতে অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ দলে ওকে দেখি। ফিরে এসে সিএবি’তে ওর কথা বলি। ওর বয়সি এমন প্রতিভাবান ক্রিকেটার কাউকে দেখিনি। এরপর ও বাংলায় সুযোগ পায়। গত ৪৭ বছর ধরে ভারতীয় মহিলা দল যে স্বপ্ন দেখেছিল, তা আজ পূরণ করল রিচা, হরমন, স্মৃতিরা। ওদের ধন্যবাদ। রিচার জার্নি সবে শুরু। অনেকটা পথ চলতে হবে ওকে।” এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনার জন্য আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ফ্রিডম ট্রফির রেপ্লিকা তুলে দিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ট্রফির রেপ্লিকাটিও উপহারস্বরূপ রিচাকে দেন মুখ্যমন্ত্রী।