Header AD

দীপাবলিতে দুঃসংবাদ! প্রয়াত বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলির উৎসবের মাঝে বলিউডে শোকের আবহ। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত নানান সমস্যায় ভুগছিলেন জনপ্রিয় এই অভিনেতা। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাইপো অশোক আসরানি। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার বিকেল চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসরানি।

জানা গিয়েছে, জুহুর ভারতীয় আরোগ্য নিধি হাসপাতালে দিন কয়েক ধরেই ভর্তি ছিলেন আসরানি। তাঁর আপ্ত সহায়ক বাবুভাই জানিয়েছেন, “চিকিৎসকরা বলেছিল, ফুসফুসে জল জমেছে। কিন্তু শেষ রক্ষা হল না। আমাদের ছেড়ে চলে গেলেন আসরানি সাহেব।“ অভিনেতার পরিবার সূত্রে খবর, তিনি তাঁর স্ত্রী মঞ্জুকে নির্দেশ দিয়ে গিয়েছেন, তাঁর শেষকৃত্যে যেন প্রচুর মানুষ ভিড় না করেন। অভিনেতার শেষইচ্ছাকে সম্মান জানিয়েই ঘনিষ্ঠ আত্মীয় ও পরিজনের উপস্থিতিতে মঙ্গলবার মুম্বইয়ে আসরানির শেষকৃত্য সম্পন্ন হবে।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিনেদুনিয়ায় রাজত্ব করা গোবর্ধন আসরানি তাঁর কেরিয়ারে সাড়ে তিনশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রাজস্থানের জয়পুরের ছেলে তিনি। সেখানকার সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা। পরবর্তীতে মুম্বইয়ে পা রাখেন অভিনয়ের টানে। তাঁর বহুমুখী প্রতিভার কদর করতেন বলিউডের পরিচালক-প্রযোজকরাও। মূল চরিত্রে অভিনয়ে প্রশংসা কুড়নোর পাশাপাশি পার্শ্বচরিত্রে বিশেষ করে কৌতুকাভিনয়ে বাজিমাত করেছিলেন আসরানি। তাঁর ‘কমিক টাইমিং’ অভিনয় শিক্ষার্থীদের জন্য ব্যকরণ-সম। কৌতুক অভিনেতা হিসেবে একাধিক ‘সিনেমার মেরুদণ্ড’ হয়ে উঠেছিলেন তিনি।সত্তরের দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠেন তিনি। রমেশ সিপ্পির শোলে ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র বা আমজাদ খানের পাশাপাশি তাঁর অভিনীত জেলর চরিত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। ওই চরিত্রে তাঁর সংলাপ বহুদিন দর্শকের মুখে মুখে ফিরত। ‘মেরে আপনে’, ‘কোশিস’, ‘বাওয়ারচি’, ‘পরিচয়’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’ ‘ছোটি সি বাত’, ‘রাফু চক্কর’-এর মতো আইকনিক সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেন আসরানি। হালফিলের একাধিক বলিউড ছবিতে কৌতুক অভিনেতা হিসেবে মন জয় করেছেন প্রবীণ অভিনেতা।