Header AD

‘অজ্ঞাত ‘ কারণে শ্রীজাতর অনুষ্ঠান বাতিল করল সাহিত্য অকাডেমি

সাহিত্য অকাডেমি বাতিল করল কলকাতার একটি অনুষ্ঠান। গত ২৪ অক্টোবর সন্ধ্যায় এক্স হ্যান্ডেলের একটি পোস্টে সাহিত্য অকাডেমি জানায়, “অনিবার্য পরিস্থিতির কারণে ২৫ অক্টোবর সাহিত্য অকাডেমির আঞ্চলিক দপ্তরে দুপুর ২টো বেজে ৩০ মিনিট নাগাদ ‘অভিব্যক্তি অনুষ্ঠান’ বাতিল করা হচ্ছে। ‘ যেখানে মূল বক্তা ছিলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সংস্থাটি অনুষ্ঠান বাতিলের কারণ হিসেবে ‘অনিবার্য কারণে’র কথা উল্লেখ করেছে। যদিও সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় শ্রীজাতর একটি নির্দিষ্ট কবিতা নিয়ে নতুন করে আপত্তি জানিয়েছে নেটিজেনদের একাংশ। মূলত তার জেরেই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে সাহিত্য অকাডেমি।

সংশ্লিস্ট সংস্থা সূত্রে জানা গিয়েছে, ২৫ অক্টোবর তাদের কলকাতার অফিসে ছিল একটি অনুষ্ঠান। সেখানেই প্রধান বক্তা ছিলেন ‘উড়ন্ত সব জোকার’-এর কবি শ্রীজাত। এই বিষয়ে সাহিত্য অকাডেমি সরাসরি কোনও কারণ না জানালেও সূত্রের খবর, ২০১৭ সালে শ্রীজাতর লেখা ‘অভিশাপ’ নামের একটি কবিতা নিয়েই নতুন করে বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশের দাবি, ওই কবিতায় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছিল। সেই কবিকে সাহিত্য অকাডেমি আমন্ত্রণ জানাবে কেন! উল্লেখ্য, ২৫ অক্টোবরের নির্দিষ্ট অনুষ্ঠান বাতিল হলেও পরবর্তী অনুবাদ সংক্রান্ত অনুষ্ঠান সময় মতোই হয়েছে।