Header AD

চোয়ালে চোট পেয়ে ছিটকে গেলেন সন্দেশ ঝিঙ্গন, কাফা নেশনস কাপে বড় ধাক্কা ভারতের

কাফা নেশনস কাপ টুর্নামেন্টের মাঝপথেই বড় ধাক্কা খেল ভারত। চোট পেয়ে থেকে ছিটকে গেলেন অধিনায়ক সন্দেশ ঝিঙ্গন। বুধবারই দেশে ফিরে আসছেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার। নেশনস কাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ খেলতে আফগানিস্তানের বিরুদ্ধে অন্তত একটি পয়েন্ট পেতেই হবে ভারতকে। কিন্তু দীর্ঘদেহী আফগানদের আক্রমণ কী ভাবে সন্দেশ-হীন ভারতীয় রক্ষণ সামলাবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।   

জানা গিয়েছে, চোয়ালে চোট পেয়েছেন ভারত অধিনায়ক। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ভারতীয় দলের এক সূত্র জানিয়েছেন, “ইরানের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়েছিল ঝিঙ্গন। তবু ম্যাচ শেষ হওয়া পর্যন্ত খেলা চালিয়ে গিয়েছে। পরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই স্ক্যান করে চোয়ালের হাড়ে চিড় ধরা পড়েছে।” আফগানিস্তানের বিরুদ্ধে গত তিনটি সাক্ষাতে জয় অধরা ভারতের। আফগানিস্তান আক্রমণকে রোখাই সন্দেশহীন ভারতীয় রক্ষণভাগের প্রধান চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তাঁর পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেতে পারেন চিংলেনসানা সিং।  

তবে এখানেই দুর্ভোগের শেষ নয়। তাজিকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ তো বটেই, শক্তিশালী ইরানের সঙ্গেও ঝিঙ্গনের পারফরম্যান্স ছিল নজরকাড়া। শুধু দেশের হয়েই নয়, গোয়ার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচেও ভালো খেলেছেন তিনি। দেশের মতো সন্দেশের এই চোট ধাক্কা গোয়ার কাছেও। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ গোয়ার ম্যাচ রয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর। ইরাকের আল জ়াওরা এসসি-র সঙ্গে সেই ম্যাচেও খেলতে পারবেন না ঝিঙ্গন। তাঁর চোট ঘিরে ফের একবার ক্লাব বনাম দেশ দ্বন্দ্ব প্রকট হাওয়ার আশঙ্কা।