একবছর বাদে ছোট পর্দায় ফিরছেন সন্দীপ্তা সেন। তবে এবার আর বাংলা সিরিয়ালে নয়, অভিনেত্রীকে দেখা যাবে হিন্দি সিরিয়াল। একটি সর্বভারতীয় হিন্দি টেলিভিশন চ্যানেলের মেগা সিরিয়ালের মুখ্য চরিত্র হয়ে ফিরছেন তিনি। টলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা। আঠারো বছর আগে ছোটপর্দার ‘দুর্গা’ ধারাবাহিক দিয়ে অভিনয় কেরিয়ার শুরু তাঁর। তার পর একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। মাঝে ছোটপর্দা থেকে বেশ কয়েক বছর দূরে ছিলেন তিনি। ব্যস্ত ছিলেন সিরিজ এবং সিনেমার কাজ নিয়ে। তবে এবার আবার ছোটপর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন হিন্দি সিরিয়ালের সুবাদে। উল্লেখ্য, এই ধারাবাহিকের হাত ধরেই হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন চিত্রনাট্যকার তথা গল্পকার সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ও। টলিউডে সাফল্যের পর মায়ানগরী মুম্বইতে বর্তমানে কাজ করছেন দেবচন্দ্রিমা সিংহ রায়, অদ্রিজা রায়, দর্শনা বণিক প্রমুখ। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন টলিপাড়ার ‘বীরাঙ্গনা’ সন্দীপ্তা সেন। বাংলা টেলিভিশন বা সিনেদুনিয়ায় সাফল্যের পর তারকাদের মুম্বই পাড়ি দেওয়ার ঘটনা নতুন নয়!৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে সম্পূর্ণা। এই ধারাবাহিকে মিট্টির ভূমিকায় দেখা যাবে সন্দীপ্তাকে।।সংশ্লিষ্ট সিরিয়ালের প্রযোজনায় রয়েছে এসভিএফ। শুধু তাই নয়, এই প্রযোজনা সংস্থার হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিত সিরিজ ‘নষ্টনীড়’-এর গল্প অবলম্বনেই তৈরি হচ্ছে এই হিন্দি সিরিয়াল। যে গল্প সাজানোর দায়িত্বে রয়েছেন সম্রাজ্ঞী। কারণ ‘নষ্টনীড়’ সিরিজের কাহিনিকারও তিনিই। অদিতি রায়ের পরিচালনায় ‘নষ্টনীড়’ সিরিজে নারীশক্তির কাহিনি ফুটিয়ে তুলেছিলেন সন্দীপ্তা। হিন্দি ধারাবাহিকে সন্দীপ্তার বিপরীতে দেখা যাবে অহম শর্মা এবং বিশাল আদিত্য সিংকে। ১৫০ পর্বের এই হিন্দি মেগা ধারাবাহিকের শুটিং হচ্ছে চণ্ডীগড়ে।





