Header AD

চুরি হওয়া টাকা কল্যাণের অ্যাকাউন্টে ফিরিয়ে দিল এসবিআই, তবে ক্ষতিপূরণ না উদ্ধার পরিষ্কার নয়

চুরি হয়ে যাওয়া টাকা ফিরিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে  ৫৫ লক্ষ টাকা চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। শুক্রবার তৃণমূল সাংসদ জানান, এসবিআই-র পক্ষ থেকে তিনি বার্তা পান, ৫৫ লক্ষ টাকা জমা করা হয়েছে তাঁর অ্যাকাউন্টে । তবে সেই টাকা উদ্ধার করা হয়েছে, না কি ব্যাঙ্ক ক্ষতিপূরণ দিল, তা এখনও জানা যায়নি। কল্যাণ জানান, এই টাকা হয়তো তিনি সাংসদ বলেই পেয়েছেন। সাধারণ মানুষ অবস্থা নিয়ে সংশয় প্রকাশও করেছেন।

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ জানিয়েছেন, এসবিআইয়ের পার্লামেন্ট শাখায় তাঁর যে অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে টাকা বিধানসভার উপশাখা অ্যাকাউন্টে ফেলা হয়। ব্যাঙ্কের থেকে শুক্রবার জানানো হয়েছে, ৫৫ লক্ষ টাকা ক্রেডিট হয়েছে এবং ব্যাঙ্ক সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ করেছে। এরপর তিনি জানান, যে বা যারা এই চক্র চালাচ্ছে, তাদেরকে ধরা হোক। তাঁর কথায়, ‘‘আজ মানুষ এবং ঈশ্বরের আশীর্বাদে আমি এমপি বলে হয়তো টাকা ফেরত পেলাম। কিন্তু সাধারণ মানুষের কী অবস্থা ভাবুন!’’ তাঁর উদ্বেগ, কেউ মেয়ের বিয়ের জন্য টাকা জমালে, তাঁর এ রকম ঘটলে কী হবে।পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার ইডি কে দিয়ে এত কিছু করাচ্ছে, ডিজিটাল জালিয়াতদের ধরতে কেন শাখা খুলছে না?’’

কল্যাণের দাবি, বৃহস্পতিবার হাইকোর্ট শাখার ম্যানেজার তাঁকে ফোন করে প্রতারণার কথা জানান। সূত্রের খবর, পার্লামেন্ট শাখা থেকে সাংসদের ছবি এবং মোবাইল নম্বর ব্যবহার করে ৫৫ লক্ষ টাকা প্রথমে বিধানসভার নিস্ক্রিয় অ্যাকাউন্টে  নিয়ে যাওয়া হয় এবং পরে সেখান থেকে তুলে নেওয়া হয়।