Header AD

মেরামতির কাজের জন্য রবিসকালে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

মেরামতির কাজের জন্য রবিবার সকালে বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)বা বিদ্যাসাগর সেতু । হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) তরফে বিজ্ঞপ্তি জারি করে আগামী ২ মার্চ বিদ্যাসাগর সেতুতে কয়েক ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করার নির্দেশিকা দেওয়া হয়েছে। কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কারণে ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাওড়া থেকে কলকাতা বা কলকাতা থেকে হাওড়া যেতে দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করা যাবে না।

প্রসঙ্গত, রবিবার, এমনিতেই ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহনের সংখ্যা অনেকটাই কম থাকে। সেই কারণেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে দ্বিতীয় হুগলি ব্রিজ অর্থাৎ বিদ্যাসাগর সেতুর মেরামতির কাজের জন্য। মফস্বল থেকে কলকাতায় যেতে বিকল্প রুট হিসেবে পণ্যবাহী সমস্ত যান হাওড়া ব্রিজ, বালি ব্রিজ ও নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবে বলে জানানো হয়েছে।

এনএইচ ১৬ বরাবর কোলাঘাটের দিক থেকে আসা পণ্যবাহী গাড়ি যেগুলো কলকাতায় যাওয়ার জন্য দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে থাকে তারা ধুলাগড়-নিবরা-শলপ-পাকুরিয়া-সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতুতে যেতে পারবে। অন্যদিকে ডানকুনি থেকে কলকাতা যেতে হলেও নিবেদিতা সেতুই ধরতে হবে। হাওড়া ট্র্যাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী সব গাড়ি হ্যাং সাং ক্রসিং- কোনা এক্সপ্রেসওয়ে- এন এইচ ১৬- পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতপাড়া- ডানকুনি বা হ্যাং সাং ক্রসিং-ডান মোড়- শৈলেন মান্না সরণি- শানপুর মোড়- বাম মোড়- হাওড়া আমতা রোড- শলপ- এনএইচ ১৬ – পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতপাড়া- ডানকুনি বা কাজীপাড়া- জিটি রোড বা ফোরশোর রোড- সালকিয়া- বালি- জিরো পয়েন্ট- মাইতপাড়া রুট দিয়ে যাতায়াত করতে পারবে।