Header AD

মেরামতের কাজের জন্য রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যান চলাচল

আবারও বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু। আগামী রবিবার সকাল থেকে এই সেতুতে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। শুক্রবার এই কথা জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। রবিবার ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। উল্লেখ্য, মেরামতের কাজের জন্য এর আগেও বেশ কয়েকটি রবিবার বন্ধ রাখা হয়েছিল দ্বিতীয় হুগলি সেতু।

এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বীণাপানি সাংবাদিকদের জানান, ‘‘সেতুতে কাজ শুরু হবে ভোর সাড়ে ৪টে-৫টা থেকে। তবে কাজের জন্য একটু আগে থেকেই যানবাহন চলাচল বন্ধ করে দিতে হচ্ছে। আবার কাজ শেষ হওয়ার পরও সেতুকে সচল করতে কিছুটা সময় নেওয়া হবে। তাই অতিরিক্ত সময় নিয়েই ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“

হাওড়া সিটি পুলিশের তরফে কিছু বিকল্প পথের কথাও জানানো হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে নিবেদিতা সেতু ও হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে ওই দিন। ডানকুনি বা কোলাঘাট থেকে যাঁরা হাওড়া অথবা কলকাতার দিকে যাবেন, তাঁরা ব্যবহার করবেন নিবেদিতা সেতু। অন্যদিকে হাওড়ায় যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে, সলপ, হাওড়া-আমতা রোড, আন্দুল রোড, আলমপুর রোড ব্যাবহার করতে হবে। এছাড়াও  যারা জাতীয় সড়ক বা পূর্ব মেদিনীপুরের দিকে যেতে চাইবেন তাঁদেরকেও সলপ, হাওড়া-আমতা রোড, আন্দুল রোড, আলমপুর রোড দিয়ে একইভাবে যেতে হবে। কোলাঘাট, খড়গপুরের দিকে যেতে গেলে হাওড়া-আমতা রোড দিয়ে যেতে হবে। এছারাও ব্যবহার করা যাবে জি টি রোড ।