৫৬ তলার বহুতল। দুই বাহু ছড়িয়ে সেই আইকনিক পোজে শাহরুখ খানের মূর্তি সামনে। নাম ‘শাহরুখজ বাই ড্যানিউব’ (Shahrukhz by Danube)। দুবাইয়ের শেখ জায়েদ রোডে সেদেশের বিখ্যাত রিয়েল এস্টেট সংস্থা ‘ড্যানিউব’ এই বিলাসবহুল বহুতলটি নির্মাণ করবে। শাহরুখ নামাঙ্কিত এই বহুতল তৈরিতে খরচ হবে আনুমানিক ৪ হাজার কোটি টাকা। শুক্রবার মুম্বইতে এক সাংবাদিক সম্মেলনে এই প্রকল্পের আনুস্থানিক ঘোষণা হল। কিং খান ছাড়াও এই সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাণ সংস্থার চেয়ারম্যান রিজওয়ান সজন ও বলিউডের পরিচালক ফারহা খান।
শুক্রবার হোটেলের ঘোষণা অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিলেন শাহরুখই। ‘ওম শান্তি ওম’, ‘ডন’ ছবির সংলাপে আরও একবার সকলকে মুগ্ধ করেন তিনি। আবেগপ্রবণ অভিনেতা বলেন, “আমার জীবনে অনেক কিছু রয়েছে। ছবি ছাড়া আর কিছুতেই আমার নাম দেখা যায়নি। আমার পেশা এবং সাধনার অঙ্গ ছবি।” শাহরুখ চেয়েছিলেন এই বহুতলের নাম ঘোষণা মুম্বইয়ের মাটিতে হোক। একথা জানিয়ে সাজন বলেন, “ সারা জীবন এই টাওয়ারের নাম শাহরুখের নামেই থাকবে। ওঁর সঙ্গে আমাদের তেমনই চুক্তি হয়েছে। এই প্রথম এই ধরনের কাজ হল। দুবাইয়ে আগামী কয়েক বছরের মধ্যে এইরকম প্রজেক্ট আর হবে না।“
শাহরুখ আরও বলেন, “বহু মানুষ এই শহরে বাড়ি তৈরির স্বপ্ন দেখেন। তাঁদের স্বপ্নের পথে আমি একজন হতে পারলে ক্ষতি কীসের। এটা আমার জন্য সত্যিই বড় উপহার।” বলে রাখা ভালো, দুবাইয়ের রিয়াল এস্টেট সংস্থার তৈরি বহুতলে রয়েছে হেলিপ্যাড এবং সুইমিং পুল। ১০ লক্ষ বর্গফুট এলাকার এই বহুতলের একেকটি অফিসের দাম শুরু হবে ৪ কোটি টাকা থেকে। আগামী তিন-চার বছরের মধ্যে বহুতলের কাজ শেষ হবে বলেই আশা। বহুতলের প্রবেশ পথে থাকবে শাহরুখের মূর্তি। যেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন অনুরাগীরা।





