Header AD

হাওড়ায় মন্ত্রী বাবুলের আবাসনে চলল গুলি! গুরুতর জখম এক মহিলা হাসপাতালে চিকিৎসাধীন, গ্রেপ্তার স্বামী

হাওড়ার শিবপুরে অভিজাত আবাসনে এক মহিলাকে গুলি। আক্রান্ত ওই মহিলার নাম পুনম যাদব। তাঁকে উদ্ধার করে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাচক্রে, এই আবাসনেরই অন্য ব্লকে থাকেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের তথ্যপ্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ইতিমধ্যে মহিলার স্বামী গোপাল যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। কী ভাবে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সুত্রের খবর, হাওড়ার শিবপুর থানার কাছেই ওই অভিজাত আবাসন রয়েছে। ওই আবাসনে ছটি পৃথক বহুতল আছে। ১৫/ডি ব্লকের ৩৮৭ নম্বর ফ্ল্যাটে থাকেন যাদব পরিবার। স্বামী গোপাল যাদব, স্ত্রী পুনম যাদব ও তাঁদের ছোট সন্তান, এই তিনজনকে নিয়ে পরিবার। গোপাল যাদব প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বুধবার সাতসকালে ওই ফ্ল্যাটে ঘটে যায় হাড়হিম ঘটনা। পুনমকে লক্ষ্য করে চলল গুলি। গৃহকত্রী রক্তাক্ত অবস্থায় ফ্ল্যাটের মধ্যেই লুটিয়ে পড়েন।

ঘটনা জানাজানি হতেই শিবপুর থানা থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুলি তাঁর গলা ছুয়ে চলে গিয়েছে বলে প্রাথমিক খবর। কিন্তু কে চালাল গুলি? সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ, এদিন সকালে ওই ফ্ল্যাটে স্বামী গোপাল যাদবও ছিলেন। নিজের আগ্নেয়াস্ত্র পরিষ্কার করছিলেন আর ঠিক সেসময় বন্দুক থেকে ওই গুলি বেরিয়ে গিয়েছে বলে দাবি  গোপালের। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন পুনম। স্বামী কতটা সত্য বলছেন, সেই নিয়ে সন্দেহ আছে তদন্তকারীদের। গুলিভর্তি অবস্থায় কেন বন্দুক পরিষ্কার করা হচ্ছিল? স্বামী-স্ত্রীর মধ্যে কি বিবাদ চলছিল? তাই  কি  স্ত্রীকে গুলি করেছেন স্বামী? একাধিক প্রশ্ন উঠছে। তদন্ত করলে সবকিছু উঠে আসবে বলে আশাবাদী পুলিশ।