বিশ্বকাপ জয়ের স্বপ্ন সফল করেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দলের তারকা ওপেনার। পাত্র সঙ্গীতশিল্পী পরিচালক পলাশ মুছল (Palash Muchchal)। পলাশের সঙ্গে দীর্ঘদিনের প্রেম স্মৃতির। শোনা যাচ্ছে, আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবার পলাশের সঙ্গে ঘর বাঁধতে চলেছেন তারকা ব্যাটার।
২০১৭ সালে মহিলা বিশ্বকাপের সময় স্মৃতির সঙ্গে পলাশের আলাপ। পরে দিদি তথা বলিউড সিঙ্গার পলকের সামনে রোমান্টিক বলিউডি গান গেয়ে স্মৃতিকে প্রেমপ্রস্তাব দেন পলাশ। প্রায় ৬ বছরের সম্পর্ক তাঁদের। ২০২৪-এ সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তি কেক কেটে সেলিব্রেট করেছিল ক্রিকেট-সঙ্গীত জুটি। অন্যদিকে স্মৃতি নিজে পলাশের জন্মদিনে প্রথম একসঙ্গে ছবি দিয়েছিলেন গত ২২ মে। তারপর ১৮ জুলাই স্মৃতির জন্মদিনে ভালোবাসায় ভরা পোস্ট করেছিলেন পলাশও। সাম্প্রতিক অতীতে একাধিকবার যুগলে দেখা গিয়েছে পলাশ-স্মৃতিকে। বিশ্বকাপের কয়েকদিন আগে পলাশের কনসার্টে গিয়েছিলেন স্মৃতি। সেখানে হবু স্ত্রীকে উৎসর্গ করে পলাশ গান গেয়েছিলেন। তবে এবার সঙ্গীতের দুনিয়া থেকে কিছুটা সরে এসে সিনেমা পরিচালনা করছেন পলাশ।
মহারাষ্ট্রের সাংলির ভূমিকন্যা স্মৃতি। যা শোনা যাচ্ছে, সেখানেই বসবে বিয়ের আসর। দুই পরিবারের আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠরা বিয়েতে উপস্থিত থাকতে পারেন। যদিও স্মৃতি-পলাশের তরফে এখনও নিশ্চিতভাবে বিয়ের দিনক্ষণ সম্পর্কে কিছু বলা হয়নি। তবে রবিবাসরীয় রাতে স্মৃতিদের জয় নিয়ে আবেগে ভাসতে দেখা গিয়েছে পলাশকে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান তিনি। আপাতত ঘর বাঁধার স্বপ্নে বিভোর পলাশ-স্মৃতি।





