নতুন ছবি তৈরির কাজে হাত দিচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । দেশের গণ্ডি ছাড়িয়ে এবার সেই ছবি পরিধি ছড়িয়ে পড়বে বিদেশের মাটিতে। শার্লক হোমসের স্রষ্টা খ্যাতনামা লেখক, চিকিৎসক ও মানবতাবাদী আর্থার কোনান ডয়েলের জীবনকে ভিত্তি করে সৃজিত তৈরি করবেন তাঁর নতুন ছবি। সোমবার রাতে লন্ডন সিটির দ্য গিল্ডহলে নতুন ব্রিটিশ–ভারতীয় এই পূর্ণদৈর্ঘ্য ছবির ঘোষণা করা হলো। ছবির নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’। যৌথ প্রযোজনায় সৃজিতের ম্যাচকাট প্রযোজনা সংস্থা এবং শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড। ছবিটি তৈরি হবে ইংরেজি ভাষায়।
এই ঘোষণার সময়ে উপস্থিত ছিলেন বিএফআই বোর্ড অব গভর্নর্স-এর সদস্যরা, ব্রিটিশ কাউন্সিলের চলচ্চিত্র বিভাগের ,কোনান ডয়েল এস্টেট এবং ডয়েল পরিবারের সদস্য সহ বহু বিশিষ্ট ব্যক্তি। লন্ডনের গিল্ড হল থেকে সৃজিত জানিয়েছেন, শার্লক হোমসের কাছে তাঁকে পৌঁছে দিয়েছেন যে সাহিত্যিক তাঁকে নিয়ে গল্প বলার তাগিদ অনুভব করছেন।পরিচালকের বক্তব্য, ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’-এ ডয়েল তাঁর কল্পনার জগতে প্রবেশ করছেন। চলচ্চিত্রটি শুরু হয় মিসেস গিলক্রিস্টের হত্যাকাণ্ড এবং অস্কার স্লেটারের ভুল গ্রেপ্তারের ঘটনা দিয়ে। কিন্তু আমার আগ্রহ অপরাধে নয় — বরং সেই মানুষটিকে ঘিরে, যিনি দেখছেন তাঁর কল্পনা বাস্তবের সঙ্গে মিশে যাচ্ছে। যখন কারও সৃষ্টি তাঁকেই তদন্তের মুখে দাঁড় করিয়ে দেয়, তখন কী ঘটে, তার অনুসন্ধান এই ছবি।”

প্রসঙ্গত, শার্লক হোমসকে নিয়ে তাঁর প্রথম কাজ ‘শেখর হোমস’ বছর খানেক আগে মুক্তি পেয়েছে জাতীয় স্তরের এক ওয়েব প্ল্যাটফর্মে। বিবিসি প্রযোজিত এই হিন্দি সিরিজে অভিনয় করেছিলেন কে কে মেনন এবং রণবীর শোরে। ইংরেজি এই ছবিতে কারা গোয়েন্দা এবং তাঁর সাহিত্যিক সহকারীর ভূমিকায় অভিনয় করবেন সে বিষয়টি অবশ্য এখনই খোলসা করতে চান না পরিচালক।





