Header AD

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প, মৃত অন্তত ৯০০! ‘আফটারশক’-এ কাঁপল দিল্লি, কাশ্মীর

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পন এর মাত্রা ছিল ৬.৩। এর ফলে অন্তত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত আরও অনেকে।ভূমিকম্পের আফটার শকে কেঁপে উঠলো, উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল।রবিবার মধ্যরাতে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৬। এর পর ভূমিকম্প পরবর্তী কম্পনে (আফটারশক) বেশ কয়েক বার কেঁপে ওঠে আফগানিস্তান। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫। আফটার শকে পাকিস্তানের বেশ কিছু এলাকা, ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।জানা গিয়েছে, আফগানিস্তানের জালালাবাদের কাছে নানগরহর প্রদেশে ভূমি থেকে আট কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। ভারতে তখন রাত পৌনে ১টা। নানগরহরের জনস্বাস্থ্য দফতরের মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে ন’জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত ২৫। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।মূল কম্পনের ২০ মিনিটের মধ্যেই প্রথম ‘আফটারশক’ হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৫। ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎস। এর পর ভারতীয় সময় অনুযায়ী রাত ১টা ৫৯ মিনিটে ৪.৩ মাত্রা, সোমবার ভোর ৩টে ৩ মিনিটে ৫ মাত্রা এবং ভোর ৫টা ১৬ মিনিটে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে। প্রতিটির গভীরতা ছিল ভূমির ১০ থেকে ৪০ কিলোমিটার গভীরে।আফগানিস্তানের নানগরহর প্রদেশ পাকিস্তানের সীমান্ত লাগোয়া। রাজধানী কাবুল থেকে তা ২০২ কিলোমিটার দূরে। রাতের ভূমিকম্পে পাকিস্তানের কিছু এলাকা এবং উত্তর ভারতে কম্পন টের পাওয়া গিয়েছে। দিল্লি ও আশপাশের এলাকায় ভূমিকম্পের কারণে অনেকেই রাতে বাড়ি থেকে রাস্তায় নেমে পড়েছিলেন। সমাজমাধ্যমেও অনেকে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।