Header AD

বড় সুখবর দিলেন সুদীপ্তা! চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে প্রদর্শিত হবে অভিনেত্রীর ৩টি ছবি

একসঙ্গে একাধিক সুখবর দিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (31st Kolkata International Film Festival) দেখানো হবে তাঁর তিন তিনটে ছবি। বেঙ্গলি প্যানোরামা (Bengali Panorama) প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে এই তিনটে ছবি।

২৬ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় পরপর পোস্ট করে সুদীপ্তা এই সুখবর জানিয়েছেন। প্রথম ছবিটির নাম ‘পড়শী’। এই ছবিতে সুদীপ্তা ছাড়া অভিনয় করেছেন ইন্দ্রাশীষ রায়, নিমিশা, সজায়ন, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং শতফ ফিগার। ছবিটি বড় পর্দায় এখনও মুক্তি পায়নি। বড় পর্দায় মুক্তি পাওয়ার আগেই এই বড় সুখবরটি জানালেন সুদীপ্তা।ছবিটি আগামী ৯ নভেম্বর উৎসবে রবীন্দ্র সদনে প্রথমবার দেখা যাবে।

দ্বিতীয় ছবিটির নাম ‘হালুম’। এই ছবিটিও ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘বাঘু মান্নার বরাত’ গল্পটি নিয়ে ‘হালুম’ সিনেমাটি তৈরি করেছেন পরিচালক রাজা চন্দ। এই সিনেমায় লীলাময়ী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। এই সিনেমায় সুদীপ্ত ছাড়া অভিনয় করতে দেখা যাবে পারিজাত চৌধুরী, সাত্যকি বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, পিয়ান সরকার এবং সায়ন ঘোষকে। ছবিতে জ্যোতি উকিলের চরিত্রে অভিনয় করবেন চন্দন সেন। এই ছবিটি প্রদর্শিত হবে আগামী ৮ নভেম্বর, রবীন্দ্র সদনে। পাশাপাশি পরিচালক রেশমি মিত্রের নতুন ছবি ‘বড়বাবু’ । বেঙ্গলি প্যানোরোমা বিভাগের প্রতিযোগিতায় এই ছবিকেও বেছে নেওয়া হয়েছে। সুজন নীল মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, পায়েল সরকার অভিনীত ‘বড়বাবু’ দেখানো হবে। দানোস প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের এই ছবি মূলত নাট্য ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুড়ীর জীবনের উপর চিত্রায়িত।এই ছবিটি দেখানো হবে রবীন্দ্র সদনে, ৭ নভেম্বর। এই খবর প্রকাশিত হওয়ার পরই অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা।