মেসির (Lionel Messi) কলকাতা সফরে বিশৃঙ্খলা নিয়ে বিতর্ক তুঙ্গে । এই আবহে ফুটবলের রাজপুত্রের পাশে দাঁড়িয়ে ছবি তোলায় লাগাতার কটাক্ষের শিকার শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguly)। রবিবার সোশাল মিডিয়ায় স্ত্রীর পাশে দাঁড়িয়ে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছিলেন স্বামী রাজ। রাতে তিনি পুলিশের দ্বারস্থ হন। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন তারকা বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
এই বিষয়ে রাজ চক্রবর্তী বলেন, একজন নারীকে যেভাবে কুৎসা, নোংরা ইঙ্গিত করা হচ্ছে, শুধুমাত্র ছবি তোলার জন্য তাঁকে যে ভাবে অপদস্থ করা হয়েছে – তার প্রতিবাদ জানানো জরুরি ছিল। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক। ব্যক্তিগত আক্রমণটা কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও।’ তিনি আরো বলেন, ‘আমার পরিবারের কেউ বলে নন। যারা মহিলাদের কুইঙ্গিত করে কথা বলে, আমি সেসব মানুষকে ঘেন্না করি। রাস্তা কিংবা সোশাল মিডিয়ায় যদি মহিলাদের অপমান করা হয় তার প্রতিবাদ করতে আমি দাঁড়িয়ে আছি। ক্ষমতা থাকলে সে আমার সামনে এসে দাঁড়াক, আমি তার জিভ, চোখ দু’টোই তুলে নিতে পারি।’
উল্লেখ্য এর আগেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘যুবভারতীর অরাজকতা অনভিপ্রেত, লজ্জাজনক এবং ফুটবলপ্রেমী বাঙালির প্রতি চরম অসম্মান। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে অতীত অভিজ্ঞতা থাকার পরও কীভাবে এত বড় ইভেন্টের পরিকল্পনায় এমন মারাত্মক ফাঁক রয়ে গেল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। আয়োজকেরা কি মেসির বিপুল জনপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? দোষীদের শাস্তি তিনি চান, কারণ সেদিন আঘাত পেয়েছে বাঙালির আবেগ।’
প্রসঙ্গত, গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে ছিল উপছে পড়া ভিড়। তারই মাঝে অনুষ্ঠান মঞ্চে ফুটবল তারকার পাশে দেখা যায় শুভশ্রীকে। যদিও মেসিকে দেখতে না পেয়ে কিছুক্ষণের মধ্যেই গোটা অনুষ্ঠানস্থলের চেহারা অন্য রূপ নেয়। তবে তারপরেও মেসির পাশে দাঁড়িয়ে তোলা ছবি নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। আর তার জেরেই তীব্র ভাবে ট্রোলড হন অভিনেত্রী। তারপরই মুখ খুললেন স্বামী রাজ চক্রবর্তী।





