ভয়াবহ গাড়ি দুর্ঘটনা মধ্যপ্রদেশের ইন্দোরে। ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের কন্যা-সহ তিনজনের। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি অনুষ্কা নামে এক তরুণী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে একটি পার্টি থেকে ফিরছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের মেয়ে প্রেরণা। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আনন্দ কাসলিওয়ালের পুত্র প্রখর এবং আরও দুই বন্ধু। রালামণ্ডল এলাকায় তেজাজিনগর বাইপাসে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে। অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় প্রেরণাদের গাড়িটি। গাড়ির সামনের অংশ ট্রাকের নীচে ঢুকে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধার কার্যে হাত লাগান তাঁরা। খবর পেয়ে ছুটে আসে পুলিশও। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে প্রেরণা, প্রখর ও মনসিন্ধু নামে আরও এক যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
কী করে দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা। তা ছাড়া দুর্ঘটনাগ্রস্ত গাড়ির অবস্থা দেখে তদন্তকারীদের ধারণা, সেটি যথেষ্ট গতিতেই ছুটছিল। অভিযুক্ত ট্রাক চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।





