আবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! প্যাসেঞ্জার ট্রেন এবং মালগাড়ির সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে ছত্তিশগড়ের বিলাসপুরে।বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। তবে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শুরু হয়েছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেল কর্তৃপক্ষ।
দুর্ঘটনাটি ঘটে বিকেলে ছত্তিশগড়ের বিলাসপুরের লালখাদানের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। সেই সময় যাত্রিবাহী ট্রেনটি ওই লাইনে চলে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে মালগাড়িটিকে। এই সংঘর্ষের ফলে মালগাড়ির উপরে উঠে যায় যাত্রিবাহী ট্রেনটির একাংশ। ট্রেনের প্রথম কামরাটি একেবারে দুমড়েমুচড়ে যায়। বিলাসপুরের পুলিশ সুপার রজনীশ সিংহ এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “এই ঘটনায় ২ জন লোকো-পাইলটের মৃত্যু হয়েছে। দুই যাত্রীর দেহ আটকে রয়েছে এখনও। চলছে দেহ বার করার চেষ্টা।“
সূত্রের খবর, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর জখম হয়েছেন ২ জন। যদিও রেল এখনও মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেনি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক ও কর্মীরা। তবে কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে আপাতত এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বাতিল করা হয়েছে বহু ট্রেন এবং কিছু দূরপাল্লার ট্রেন অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।





