Header AD

এগরায় স্কুলে ইংরেজি শিক্ষকের চরম নির্ম্মতার পরিচয় , অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ২১ জন ছাত্রী !

 শিক্ষক দিবসেই গ্রেপ্তার হলেন শিক্ষক! পূর্ব মেদিনীপুর জেলার এগরায় অস্তিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠের ঘটনা। ক্লাসের মাঝে পড়ুয়াদের নির্মম ভাবে মারধরের অভিযোগ উঠেছে ওই স্কুলের ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি তৈরী হয় সমগ্র এলাকা জুড়ে। শিক্ষকের মারে ২১ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় তাদের ভর্তি করা হয় হাসপাতালে।অভিযুক্ত শিক্ষকের নাম বিপ্লব পণ্ডা। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার অষ্টম শ্রেণীর ক্লাস নিতে গিয়েছিলেন তিনি । সূত্রের খবর সেখানেই হঠাৎ তিনি মারধর শুরু করেন পড়ুয়াদের । কী কারণে ওই ইংরেজি শিক্ষক পড়ুয়াদের গায়ে হাত তোলেন তা স্পষ্ট নয়। তবে , ঘটনাটি  স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের কানে পৌঁছতেই তাঁরা স্কুলে হাজির হন এবং অভিযুক্ত শিক্ষকসহ অন্যান্য কিছু শিক্ষকদের তালাবন্দি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি তোলেন তাঁরা।  কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় এগরা থানার পুলিশ এবং আজ, শুক্রবার শিক্ষক দিবসের দিন সকালে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বিপ্লব পণ্ডাকে।