Header AD

দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড়

উত্তরবঙ্গের আকাশ থেকে সরছে দুর্যোগের কালো মেঘ। শনিবার রাত থেকে প্রকৃতির রোষে তছনছ হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। তবে কেবল পাহাড় নয়, উত্তরের সমতলের জেলাগুলি‌ ও ডুয়ার্সেও তার প্রভাব পড়ে। শিলিগুড়ি সহ একাধিক এলাকায় বিক্ষিপ্তভাবে রবিবার বৃষ্টি শুরু হয়। আলিপুর আবহাওয়া অফিস জানায়, সোমবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। এছাড়া উত্তরবঙ্গের আরও জেলায় চলবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি।
সোমবার সকাল থেকে চিত্র খানিকটা বদলেছে পাহাড়ে। দুর্যোগের কালো মেঘ কেটে সামনে ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা চূড়া। যদিও আকাশ এখনও মেঘলা। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। দুর্যোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ২৫ জন। ভারী বৃষ্টিতে ফুলে উঠেছিল উত্তরবঙ্গের সব নদী। যার জেরে আটকে পড়েন পর্যটকরা। ব্রিজ থেকে শুরু করে ভাঙে ঘরও। ২৪ ঘণ্টায় ২৬১ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়, তা আগে দেখা যায়নি বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মিরিক, সুখিয়াপখরি ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। সোমবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। দেখা মিলেছে রোদেরও। ধীরে ধীরে দুর্যোগ কাটিয়ে ছন্দে ফেরার আশায় এখন পাহাড়।