ইন্টারনেটময় পৃথিবীতে তার অস্তিত্ব অনেক দিন ধরেই সংকটে। এসএমএস, ইমেইল, whatsapp এ যুগে আর কতদিন ডাক ব্যবস্থা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে, পানি অনেকেই সন্দিহান। এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে ডাক ব্যবস্থাকে চিরতরে বন্ধ করে দিল ডেনমার্ক। ২০০০ সালের পর থেকেই মূলত ইন্টারনেটের রমরমা শুরু বিশ্ব জুড়ে। আর তখন থেকেই জনপ্রিয়তা হারাতে থাকে ডাক ব্যবস্থা। সস্তার ইন্টারনেটে ক্রমশ ইমেইল whatsapp এর মতো দ্রুত ব্যবস্থায় মুখস্ত হতে শুরু করে মানুষ। ইউ পি আই বা মোবাইল পেমেন্ট ব্যবস্থা চালু হওয়ার পর মানি অর্ডারের মত পরিষেবা ধাক্কা খায়। ভারতে ডাক ব্যবস্থা শুরু ১৭৭৪ সালে। ডেনমার্কের ডাক ব্যবস্থা আরও প্রাচীন, ভারতের থেকে ১০০ বছর আগের। সেই ৪০০ বছর পেরোন একটি পরিষেবার সমাপ্তি ঘোষণা করল সে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা পোস্টনর্ড।
ডেনমার্কের সরকারি সংস্থার বক্তব্য, ডাক ব্যবস্থার ব্যবহার সে দেশের মানুষ প্রায় ছেড়ে দিয়েছেন। ইন্টারনেট আর মোবাইলের যুগে মানুষ আর তাদের প্রিয়জনকে চিঠি লেখেন না। অফিসিয়াল কাজকর্মের জন্য যে চিঠি চাপাটি করা হয়, তাও পাঠানো হয় অনলাইনে। গত ২৫ বছরে পাঠানোর সংখ্যা প্রায় ৯০ শতাংশ কমে গিয়েছে। এই অবস্থায় ডাক পরিষেবা তুলে দেওয়ার পক্ষেই সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক সরকার।
ডেনমার্ক সংবাদমাধ্যম জানাচ্ছে, মঙ্গলবারই শেষ চিঠি পাঠিয়ে ডাক ব্যবস্থার ইতি ঘটিয়েছে দেশ। যুগের চাহিদা মত চলতে গিয়ে এই পদক্ষেপকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন পোস্টনর্ড প্রধান কিম পেডারসেন।





