দার্জিলিং থেকে কার্শিয়াং যাওয়ার পথে সোনাদায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই একটি গাড়ি। রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায় বলে খবর। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে । আশঙ্কাজনক অবস্থায় বাকিদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই গাড়িতে চালক-সহ মোট আট জন ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, দার্জিলিং থেকে কার্শিয়াঙের দিকে নামার পথে বৃহস্পতিবার রাতে সোনাদা আট মাইল এবং গোরাবাড়ি সংলগ্ন এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারায় ওই গাড়িটি। রাস্তা থেকে গড়িয়ে পাহাড়ের ধারের জঙ্গলের খাদে প়ড়ে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। হাসপাতালে মৃত্যু হয় আরও এক জনের। চালক-সহ বাকি পাঁচ জন এই মুহূর্তে চিকিৎসাধীন। প্রত্যেকের অবস্থাই সঙ্কটজনক বলে খবর হাসপাতাল সূত্রে।
মন্থার প্রভার দার্জিলিঙে বৃষ্টি চলছে। ফলে রাস্তা পিছল হয়ে রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে চালকের কিছু সমস্যা হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন। পাহাড়ি রাস্তায় রাতের দিকে গাড়ি চালাতে গেলে এমনিতেই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। তার উপর বৃষ্টি পরিস্থিতি জটিল করে তুলেছে। ঘটনার পরেই দ্রুত গতিতে শুরু হয়েছে উদ্ধারকাজ। জোরবুঙ্গালো থানা, সোনাদা পুলিশ ফাঁড়ি, সোনাদা ট্রাফিক পুলিশ, দমকল বিভাগ এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে। আহতদের দেখতে সোনাদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসেন জিটিএ-র উপ-চেয়ারম্যান রাজেশ চৌহান, রোগি কল্যাণ সমিতির চেয়ারম্যান দিবস ছেত্রী এবং কর্মাধ্যক্ষ বাবিন্দ্র রায়-সহ অন্যান্যরা।





