Header AD

পুজোর অনুদান নিতে হলে মণ্ডপে রাখতে হবে মোদির ছবি! বঙ্গ বিজেপির ফরমান নিয়ে বিতর্ক


বিগত কয়েকবছর যাবত দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে অনুদান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর দেখানো পথেই হাঁটতে চাইছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, কলকাতার কিছু ক্লাবকে পুজোর অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। তবে তার জন্য যে শর্ত তারা আরোপ করেছেন তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দুর্গাপুজোর অনুদান নিলে প্যান্ডেলের বাইরে রাখতে হবে মোদির ছবি। এই ফরমানের কথা প্রকাশ্যে আসতেই আলোড়ন রাজ্য রাজনীতিতে। বাংলার মানুষের মন জিততে বিজেপির অনুদান দেওয়ার ভাবনাকে কটাক্ষ করছে তৃণমূল। দুর্গাপুজোকে এভাবে রাজনীতির অংশ করে তোলা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষও।
সূত্রের খবর, কলকাতার কয়েকটি ক্লাবকে পুজোর অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। সম্ভবত মিঠুন চক্রবর্তীর নেতৃত্বাধীন একটি কমিটি ঠিক করবে কোন ক্লাব কত টাকা পাবে। তবে জানা যাচ্ছে, টাকা নিলে ক্লাবগুলোকে মণ্ডপের বাইরে রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। তা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। তবে সেটাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। তাঁদের যুক্তি, “এটা কোনও অন্যয় নয়। সরকার টাকা দিলে যদি পুজো কমিটিগুলো মমতা আর অভিষেকের ছবি রাখতে পারে, তবে বিজেপি টাকা দিলে মোদির ছবি রাখতে অসুবিধা কোথায়?” উল্লেখ্য, পুজো মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রাখার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।