মর্মান্তিক দুর্ঘটনা ঘটল রাতের কলকাতায়। সন্তানকে বাঁচাতে গিয়ে লরিতে পৃষ্ঠ হয়ে মৃত্যু হল মায়ের। বৃহস্পতিবার রাতে কৈখালি-এয়ারপোর্টমুখী লেনে ঘটেছে এই দুর্ঘটনাটি। ঘটনায় ঘাতক লরি ও তার চালককে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।
সূত্রের খবর, মৃতা পূজা মণ্ডল স্বামী-সন্তানকে নিয়ে হাতিয়াড়ার ঝিলবাগানে থাকতেন। বৃহস্পতিবার রাতে স্কুটিতে করে সন্তানকে নিয়ে বেরিয়েছিল পূজা ও তাঁর স্বামী। কৈখালি থেকে হলদিরামের দিকে যাওয়ার সময় স্কুটিটি নিয়ন্ত্রণ হারায়। তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। সন্তানকে বুকে নিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান মহিলা। সেই সময় দ্রুতবেগে একটি ১০ চাকার লড়ি ধেয়ে আসে পূজার দিকে। তৎক্ষণাৎ তিনি শিশুটিকে রাস্তার ধারে ছুড়ে দেন । ঘটনাস্থলে উপস্থিত মানুষজন শিশুটিকে ধরে ফেলে । লড়ি চালক ব্রেক কষেন সঙ্গে সঙ্গে। তবে শেষরক্ষা হয়নি। সঠিক সময়ে থামেনি লরিটি। মুহূর্তে গাড়িটি পূজার মাথা পিষে দেয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাতেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মৃতা পূজার স্বামী ও সন্তান। আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।





