এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফের রাজপথে বাংলার শাসকদল তৃণমূল । মঙ্গলবার শহরের বুকে তাঁরা এক মিছিলের ডাক দিয়েছেন। মিছিলে পা মেলাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ওইদিন দুপুরে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হাঁটবেন দলীয় সাংসদ, কাউন্সিলররাও।
ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে নাম বাদ যেতে পারে, স্রেফ এই আশঙ্কায় রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি তুলেছে পরিবারগুলি। এনিয়ে গোড়া থেকে সোশাল মিডিয়ায় বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। এবার পথে নেমে আরও বড় প্রতিবাদ সংগঠিত করতে চলেছেন তাঁরা। ৪ নভেম্বর, মঙ্গলবার অর্থাৎ যেদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলও-রা এসআইআরের কাজ শুরু করবেন, ওইদিনই মমতা-অভিষেকের নেতৃত্বে পথে নামছে তৃণমূল।
২০২৬ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই বাংলা-সহ ১২ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপ নিয়ে বরাবর বিরোধিতা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের আশঙ্কা, এসআইআরের নামে বৈধ ভোটারদের নাম বাদ যেতে পারে। এটাকে বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে তৃণমূল । এবিষয়ে জনতাকে সতর্ক করার পাশাপাশি আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে হেল্পডেস্ক চালু করছে তৃণমূল। এছাড়া শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারচুয়াল বৈঠক করে বিএলএ-দের কাজের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। একমাস ধরে ৬২০০টি হেল্পডেস্ক চলবে। এসআইআরের ফর্ম পূরণ বা অন্য কোনও সমস্যা হলে হেল্পডেস্ক থেকে সাহায্য করা হবে।
প্রসঙ্গত, জানা যাচ্ছে, ওই দিনই পথে নেমে বিজেপির ‘ষড়যন্ত্রে’র বিরোধিতায় ফের সরব হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।





