Header AD

যুবভারতীতে বিক্ষোভের ঘটনায় বিজেপির ঝাণ্ডাধারীদের দায়ী করে বিবৃতি প্রকাশ তৃণমূলের

ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। সেই ক্ষোভের আগুনে জ্বলছে যুবভারতী ক্রীড়াঙ্গন! লক্ষ লক্ষ টাকা দিয়ে টিকিট কেটে, ভোররাত থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও মেস্যার দর্শন মেলেনি। আর সেই রাগে-দুঃখেই ময়দানে আছড়ে পড়েন বিক্ষুব্ধ জনতা। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গোটা ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এবার গোটা ঘটনার জন্য বিজেপির ঝাণ্ডাধারীদের দায়ী করে বিবৃতি প্রকাশ করল রাজ্যের শাসকদল তৃণমূল। একই সঙ্গে ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থানও সুস্পষ্টভাবে জানিয়ে দিল।

এদিন ঘটনার পর নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে তৃণমূলের পক্ষ থেকে লম্বা পোস্ট করা হয়। সেখানে আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লেখা হয়,
-আয়োজকদের পক্ষ থেকে সম্পূর্ণ অব্যবস্থাপনা ছিল – তারা একটি বেসরকারি সংস্থা। রাজ্য সরকারের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

  • সরকারের পক্ষ থেকে, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সেখানে গিয়েছিলেন, কারণ তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
  • এর সঙ্গে টিএমসির (TMC) কোনও সম্পর্ক নেই।
  • রাজ্য সরকার যদি এই অনুষ্ঠানের অনুমতি না দিত সেক্ষেত্রে বিরোধীরা সরকারকে দোষারোপ করত।
  • গোটা ঘটনা খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর বিবৃতি পোস্ট করেছেন।

একই সঙ্গে এই ঘটনার জন্য বিরোধী বিজেপি শিবিরকে দায়ী করে তৃণমূলের তরফে লেখা হয়েছে-

  • যুবভারতী ফিফা-অনুমোদিত স্টেডিয়াম। আজ পর্যন্ত এখানে এত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং কখনও কোনও সমস্যা হয়নি।
  • আজ আমরা দেখলাম বিজেপি-সমর্থিত গুন্ডারা মাঠে এসে উত্তেজনা সৃষ্টি এবং অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে। তারা গেরুয়া পতাকা বহন করছিল এবং স্লোগান দিচ্ছিল।
  • বাংলা-বিরোধী বিজেপি বাংলার বদনাম করার জন্য যেকোনও সীমা পর্যন্ত যেতে পারে।
  • পুলিশের উচিত তদন্ত করে এই ধরনের সমাজবিরোধীদের চিহ্নিত করা।
  • নবান্ন অভিযান হোক বা অন্য কোনও ঘটনা – বিজেপির কুখ্যাত অপরাধীরা সর্বদা রাজ্যে আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে চলেছে।

এদিকে গোটা ঘটনার নিন্দা করে সরব হয়েছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। নিজের সোশ্যাল মিডিয়া পেজে তিনি লেখেন, ‘ঘটনা দুর্ভাগ্যজনক। কতিপয় ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন, অপরিকল্পিত আচরণের জন্য সাধারণ টিকিট কেটে আসা দর্শকরা মেসিকে সেভাবে দেখতে পেলেন না। বঞ্চিত হলেন। ক্ষুব্ধ হলেন। তাঁদের আবেগ ন্যায্য। মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য জানিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তকমিটি গঠন করে দিয়েছেন। মেসিপ্রেমীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।’