Header AD

সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকল ইলিশ ভর্তি ট্রাক! পুজোয় পদ্মার ইলিশ পাতে পড়ার আশা

শারদোৎসব এর আগেই বুধবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকল ইলিশের ট্রাক। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক আগেই জানিয়েছিল পুজোর আগেই পদ্মার ইলিশ পাঠানো হবে ভারতে। বাংলাদেশে হাসিনা সরকারের পতন এবং ইউনুস সরকার ক্ষমতায় আসার পর জানানো হয় পুজোর আগে ভারতে ইলিশ রপ্তানি করা হবে। কিন্তু কবে সীমান্ত পেরিয়ে ইলিশ ভারতে ঢুকবে তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা।
মঙ্গলবার বাংলাদেশের সরকার বিবৃতি জারি করে। তারপর থেকেই ইলিশের প্রতীক্ষায় সময় গুনতে থাকেন ক্রেতারা। শেষমেষ বুধবার রাতে বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় এসে পৌঁছয় বাংলাদেশ থেকে পাঠানো দশটি গাড়ি। এক একটি ইলিশের ওজন প্রায় এক কেজির উপরে।
এই বছর বাংলাদেশের বর্তমান সরকার ১,২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে, যা গত বছরের তুলনায় অনেক কম। প্রতি কেজি ইলিশ সাড়ে ১২ ডলারে রপ্তানি করা যাবে বলে জানানো হয়েছে যা ভারতীয় মুদ্রায় ১০৫৭ টাকা। তবে ইলিশের দাম এখনও পর্যন্ত সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। দাম নির্ধারণের পর রাজ্যের বিভিন্ন বাজারে ছড়িয়ে যাবে ইলিশ। পুজোয় পদ্মাপাড়ের ইলিশের স্বাদ বাঙালি কবে পেতে চলেছে তাই এখন দেখার।