ইতিহাস গড়লেন ভারতের ২ টেবিল টেনিস খেলোয়াড় সিনড্রেলা দাস ও দিবাংশী ভৌমিক। অনূর্ধ্ব ১৯ মেয়েদের ডাবলস র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে এখন এই দুই বাঙালি কন্যা। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের সদ্য প্রকাশিত তালিকায় ৩৯১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন ভারতের এই তারকা জুটি। ভারত তথা বাংলার এই ঐতিহাসিক সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুজনকে অভিনন্দন জানিয়ে শুক্রবার এক্স হ্যান্ডেল এ মুখ্যমন্ত্রী লিখেছেন, ” দক্ষিণ 24 পরগনা সিনড্রেলা দাস ও তিব্বাংশী ভৌমিককে আমার আন্তরিক অভিনন্দন। বিশ্ব টেবিল টেনিসের ক্রমতালিকায় মেয়েদের ডাবলসে (অনূর্ধ্ব ১৯) শীর্ষস্থানে পৌঁছে তারা এক অনন্য নজির সৃষ্টি করেছে। কলকাতার সৌম্যদীপ পৌলমী টেবিল টেনিস একাডেমির এই দুই ছাত্রী চীনা তাইপে ও ফ্রান্সের মেয়েদের পেছনে ফেলে দিয়েছে-যা আমাদের কাছে এক গর্বের মুহূর্ত। তাদের ভবিষ্যতের জন্য আরও সাফল্য ও শুভকামনা রইল।”তবে সিনড্রেলা আর দিব্যাংশী শুধু নয়, বিশ্বের সেরা ১০০ জনের মধ্যে জায়গা করে নিয়েছে আরও ৬ ভারতীয় জুটি। যা ভারতীয় টেবিল টেনিসের ইতিহাসে এক ঐতিহাসিক সাফল্য বলাই যায়। সিনড্রেলার নিখুঁত ব্যাকহ্যান্ড আর দিব্যাংশীর শক্তিশালী ফোরহ্যান্ডের সমন্বয় এই ভারতীয় জুটিকে জুনিয়র সার্কিটে অন্যতম ভয়ঙ্কর জুটিতে পরিণত করেছে। পয়েন্টের বিচারে সিনড্রেলা দীব্যাংশী জুটির থেকে বেশ অনেকটাই পেছনে রয়েছেন দ্বিতীয় স্থানে থাকা চীনা তাইপে জুটি উ জিয়া – এন ও ইউ সিয়ান (৩১৯৫ পয়েন্ট)। তৃতীয় স্থানে থাকা ফ্রান্সের জুটি লিয়ানা হোচার্ট ও নিনা গুও ঝেঙের সংগ্রহ ৩১৭০ পয়েন্ট। ভারতীয় টেবিল টেনিসের এই সাফল্যকে ‘নতুন অধ্যায়ের সূচনা’ বলে বর্ণনা করেছেন জাতীয় টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক কমলেশ মেহতা। তিনি বলেন, “সিনড্রেলা ও দিব্যাংশীর এই সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য এক নতুন মানদণ্ড তৈরি করল।”






