বৈভব সূর্যবংশী মানেই নতুন নতুন কীর্তি, নতুন নতুন খবর। মাঠে নামলেই রেকর্ডের বন্যা। রোজই যেন নতুন ইতিহাস রচনা করছেন এই তরুণ তুর্কি। এবার তার মুকুটে নতুন পালক। রাষ্ট্রীয় বাল পুরস্কার পেল বিহারের এই বিস্ময় প্রতিভা। ৫ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে এটাই ভারতের সর্বোচ্চ ও সামরিক সম্মান। আইপিএল থেকে ভারতের অনূর্ধ্ব ১৯ দল সবসময় দারুণ ব্যাটিং করেন বৈভব। খেলার মাঠে নানা পুরস্কার জেতার পর রাষ্ট্রীয় সম্মান পেল ১৪ বছর বয়সি এই ক্রিকেটার। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে এই পুরস্কার নিয়েছেন বৈভব। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।সম্প্রতি যুব এশিয়া কাপে ফাইনালে ভালো খেলতে পারেনি বৈভব। ফাইনালে পাকিস্তানের কাছে হেরেও যায় ভারত। দেশের মাঠে ফিরেই দাপট দেখাতে শুরু করেছে বৈভব। বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেছেন এই বিস্ময় প্রতিভা। আগামী ১৫ই জানুয়ারি থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শুরু হচ্ছে। এখানে সেখানে ভালো পারফরম্যান্স করার জন্য নিজেকে তৈরি করছে বৈভব।




