বৃহস্পতিবার বিজয়া দশমীতে এবছরের মত আনুষ্ঠানিকভাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর সমাপ্তি হল।উমা পাড়ি দিয়েছেন পতিগৃহে। তাই মনখারাপ আপামর বাঙালির। আবার এক বছরের অপেক্ষা। এবার শারদোৎসবের তিথি ছিল অনেক আগেই। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া দুর্গাপুজোর ইতি হয়েছে ২ অক্টোবর। শারদোৎসবের জোয়ারে মাঝেমধ্যেই ভাঁটা এনেছে বৃষ্টি ‘অসুর’। তাই উৎসবপ্রিয় বাঙালির নজর ইতিমধ্যেই গিয়ে পড়েছে আগামী বছরের ক্যালেন্ডারে। এখনই মন জানতে চাইছে আগামী বছর পুজোটা ঠিক কবে?
তাই বিসর্জনের বাদ্যি বাজতে না বাজতেই প্রকাশিত হয়েছে ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট।২০২৬ সালে মহালয়া পড়ছে ১০ অক্টোবর, শনিবার। মহালয়ার দিন থেকেই পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা হয়।
এর ঠিক এক সপ্তাহ পর আগামী বছর ১৭ অক্টোবর, শনিবার পড়ছে ষষ্ঠী। ওই দিন থেকেই মূলত দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হবে। দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হবে উৎসবের দিনগুলি। ১৮ অক্টোবর, রবিবার সপ্তমী।কলাবৌ স্নান ও নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে শুরু হবে সপ্তমীর পুজো। ১৯ অক্টোবর, সোমবার অষ্টমী— দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ২০ অক্টোবর, মঙ্গলবার পড়ছে নবমী। পুজোর মূল পর্বের শেষ দিন হিসেবে এই দিনে থাকে নানা আচার-অনুষ্ঠান।
শেষে ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী। দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে পাঁচ দিনের উৎসব। আগামী বছর কোজাগরী লক্ষ্মীপুজো হবে ২৫ অক্টোবর।





