Header AD

জিতুর বিপরীতে ‘চিরদিনই…’ ধারাবাহিকে কে হলেন নতুন অপু? সামনে এল পরিচয়

সোমবারই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন দিতিপ্রিয়া রায়। তারপর থেকেই দিতিপ্রিয়ার বদলে ‘অপর্ণা’ চরিত্রে নতুন মুখ হিসাবে কাকে দেখা যাবে তা নিয়ে স্বাভাবিক ভাবেই দর্শকমহলে গুঞ্জন ছড়িয়েছিল । টলিপাড়ার দুই পরিচিত মুখ প্রত্যুষা পাল এবং সৌমিতৃষা কুণ্ডুর নাম শোনা যাচ্ছিল অপুর ভূমিকায়।এমনকি শোনা যায়, বুধবারই নাকি চার অভিনেত্রীর লুক সেট হয়েছে। যে তালিকায় সম্পূর্ণা মণ্ডল-ছাড়াও রয়েছেন এক নতুন মুখ। তবে তিনি ইন্ডাস্ট্রির কেউ নন, বরং মঞ্চাভিনেত্রী শিরিন পাল । এবার‘চিরদিনই তুমি যে আমার ’সিরিয়ালের নতুন নায়িকা হিসেবে তাঁর ভাগ্যেই শিকে ছিঁড়ল।

দিতিপ্রিয়া রায়ের জায়গায় নতুন ‘অপু’ কে হবে? এই নিয়ে কয়েকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে জল্পনা ছিল তুঙ্গে। এবার সব জল্পনার অবসান ঘটল। তবে আর কোনও চেনা মুখ নয়, একেবারে আনকোরা মুখের ওপরই ভরসা রাখছেন নির্মাতারা। যদিও প্রযোজনা সংস্থা এসভিএফ কিংবা চ্যানেল কর্তৃপক্ষ কেউই এখনও এই খবরে সিলমোহর দেয়নি। তবে সূত্রের খবর, লুক সেটের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের স্নাতকোত্তর বিভাগের ছাত্রী শিরিনকেই নাকি মনে ধরেছে মেগার নির্মাতাদের। ঝাড়গ্রামের মেয়ে শিরিন সেখানকার একটি নাট্যদলের সঙ্গেও যুক্ত।

উল্লেখ্য, কয়েকদিন ধরেই ‘আর্য-অপু’ ওরফে জীতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বকে কেন্দ্র করে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল । এমতাবস্থায় প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ একাধিবার বৈঠক করে তাঁদের মধ্যেকার দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করে। কিন্তু লাভ হয়নি। ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন দিতিপ্রিয়া রায়। সূত্রের খবর, সোশাল মিডিয়ায় জীতু ভক্তদের কটুক্তির জেরে অভিনেত্রী নাকি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে কাজেও মন বসছিল না তাঁর। আর সেইজন্যই নাকি তাঁর ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। এবার দেখার বিষয়, দিতিপ্রিয়ার বদলে নতুন ‘অপু’ দর্শকদের কতটা মন জয় করতে পারেন!