Header AD

নভেম্বরেই বঙ্গে শীতের আগমন, বুধবার কলকাতায় মরশুমের শীতলতম দিন

বঙ্গে শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বদলাচ্ছে আবহাওয়া। বাতাসে হিমেল হাওয়ার পরশ লেগেছে। তাপমাত্রা নামল ১৭ ডিগ্রির ঘরে। বুধবার সকালে মরশুমের শীতলতম দিনের সাক্ষী হল কলকাতা। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। বাংলার পাশাপাশি একাধিক রাজ্যেও ঠাণ্ডা পড়তে শুরু করেছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ বাংলাদেশ ও উপকূল এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তবে রাজ্যে ইতিমধ্যেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। রাতে ও ভোরবেলা শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে। কলকাতার পাশাপাশি জেলার তাপমাত্রার নামতে শুরু করেছে। কুয়াশার আস্তরণে ঢেকে যাচ্ছে রাস্তা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ঠাণ্ডা উধাও হয়ে আদ্রর্তাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে ।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ জেলাগুলিতেও শীত অনুভূত হচ্ছে। উত্তরের বেশির ভাগ জেলাই হালকা কুয়াশার চাদরে মোড়া। আবহাওয়া দপ্তর সুত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কুয়াশার দাপট বেশি থাকবে । তবে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই উত্তরবঙ্গের। আবহাওয়া শুষ্কই থাকবে। এছাড়াও আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার হেরফেরের খবু একটা সম্ভাবনা নেই।